শান্ত বণিক, নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর শিবপুর উপজেলায় পণ্যের গুণগতমান ও ওজন-পরিমাণ যাচাই কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ ফারজানা ইয়াসমিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
এর মধ্যে নিউ সুমন ফুড প্রোডাক্টস, শিবপুর বাজার, নরসিংদী প্রতিষ্ঠানটি বিএসটিআই’র মান সনদ ছাড়াই কেক ও বিস্কুট উৎপাদন এবং অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ অনুযায়ী ২৫,০০০ টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে বিএসটিআই লাইসেন্স গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।
এছাড়া আব্দুল্লাহ পোল্ট্রি ফিড মিল, চৈতন্য, শিবপুরকে বিল পরিশোধের মাধ্যমে সাত দিনের মধ্যে সিএম লাইসেন্স গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়।
অন্যদিকে মেসার্স নীলময় ফিলিং স্টেশন, চৈতন্য, শিবপুর-এর একটি ডিসপেন্সিং ইউনিট যাচাই করে সঠিক পাওয়া যায় এবং প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানানো হয়।
মোবাইল কোর্টে মোহাম্মদ পারভেজ মিয়া, ফিল্ড অফিসার (সিএম), প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও উপস্থিত ছিলেন নিখিল রায়, সহকারী পরিচালক (সিএম), শেখ রাসেল ও অনিন্দ্য দে, পরিদর্শক (মেট), বিএসটিআই, নরসিংদী।
বিএসটিআই কর্তৃপক্ষ জানায়, ভোক্তাস্বার্থ রক্ষায় নিম্নমানের পণ্যের উৎপাদন ও বাজারজাত প্রতিরোধে প্রশাসনের সহযোগিতায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.