অনীলা দেবী, নবধারা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ত্রিপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের আয়াকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃনাল কান্তি ঢালীর বিরুদ্ধে। অভিযোগ উঠেছে, কুপ্রস্তাবে রাজি না হওয়ায় সংশ্লিষ্ট আয়াকে চাকরি থেকে বাদ দেওয়া এবং বিভিন্নভাবে ক্ষতি করার হুমকিও দিচ্ছেন তিনি।
বুধবার (২২ অক্টোবর) এ ঘটনায় ভুক্তভোগী ৩৫ বছর বয়সী আয়া টুঙ্গিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক মৃনাল কান্তি ঢালী ঐ আয়ার স্বামীর কাছ থেকে ২ লাখ ৫০ হাজার টাকা ধার নেন। পরে ২ লাখ টাকা পরিশোধ করলেও বারবার সময় নিয়ে অবশিষ্ট ৫০ হাজার টাকা ফেরত দেননি। টাকা চাওয়ায় প্রধান শিক্ষক ঐ আয়াকে কুপ্রস্তাব দেন। রাজি না হওয়ায় তিনি আয়ার সঙ্গে অশোভন আচরণ করেন এবং বিদ্যালয়ের ভেতরে বিভিন্নভাবে হয়রানি শুরু করেন। পরবর্তীতে প্রতিবাদ করলে চাকরি থেকে বাদ দেওয়া ও অন্যভাবে ক্ষতি করার হুমকি দেন প্রধান শিক্ষক।
ভুক্তভোগী আয়া বলেন,“২০২৪ সালে আমার স্বামীর কাছ থেকে আড়াই লক্ষ টাকা ধার নেন প্রধান শিক্ষক মৃনাল কান্তি ঢালী। পরে ২ লক্ষ টাকা ফেরত দিলেও বাকি টাকা ফেরত দেননি। উল্টো আমাকে কুপ্রস্তাব দেন। রাজি না হওয়ায় খারাপ আচরণসহ চাকরি থেকে বাদ দেওয়ার হুমকি দেন। আমি দুর্নীতিবাজ ও চরিত্রহীন এই প্রধান শিক্ষকের অপসারণ দাবি করছি।”
অভিযুক্ত প্রধান শিক্ষক মৃনাল কান্তি ঢালী অভিযোগ অস্বীকার করে বলেন,“ঐ আয়াকে আমি আমার কক্ষেই ঢুকতে দেই না। কুপ্রস্তাব দেওয়ার প্রশ্নই আসে না। টাকার বিষয়টিও ভিত্তিহীন। আমাকে হেয় করার জন্যই এমন অভিযোগ আনা হয়েছে।”
এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন,“লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.