ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে তিনটি রাইসমিলকে মোট দেড় লক্ষ টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মোশারফ হোসাইন।
বৃহস্পতিবার (তারিখ উল্লেখযোগ্য নয়) সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের শান্তিনগর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর ১৫(১) ধারায় প্রতিটি রাইসমিলকে ৫০ হাজার টাকা করে মোট দেড় লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো —
১. ফারদিন অটো রাইসমিল, মালিক ফারুক মিয়া
২. মেসার্স মাস্টার এগ্রো ফুড, মালিক মোঃ আবু হানিফ
৩. মেসার্স হাজী রমজান আলী অটো রাইসমিল, মালিক হাজী রমজান আলী
অভিযান চলাকালে এলাকার গণ্যমান্য ব্যক্তি, পুলিশ, আনসার সদস্য এবং রাইসমিল মালিকগণ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসাইন বলেন, “পরিবেশ দূষণ ও আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। সরাইলে পরিবেশ রক্ষায় যে কোনো অনিয়মের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.