ফেনী প্রতিনিধি
ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়ন বিএনপির আয়োজনে কর্মী সম্মেলন বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে আনোয়ারা বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাবলু। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ন সম্পাদক এডভোকেট শাহানা আক্তার শানু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা।
বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন, ফেনী জেলা মহিলাদলের সিনিয়র সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস মিতা, জেলা যুবদলের সদস্য দাউদুল ইসলাম মিনার, উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন পবির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল মনজুর সবুজ ও বিএনপি নেতা সেলিম রেজা।
বিএনপি নেতা মহিম উদ্দিন মহিম ও নিজাম উদ্দিনের যৌথ সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি নেতা শেখ আনোয়ার, সাজল হক সোহেল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুরুল আফছার টিপু, হাসান আহমদ, নুর করিম মেম্বার, বেলাল হোসেন, এনামুল হক শামীম, ছাত্রদল নেতা মিরাজ, উপজেলা মহিলা দলের আহ্বায়ক কামরুন নেছা বেগম কনা এবং সদস্য সচিব কোহিনূর আক্তার।