পলাশ (নরসিংদী)প্রতিনিধি
নরসিংদীর পলাশ উপজেলার গুরুত্বপূর্ণ ডাঙ্গা-ঘোড়াশাল মহাসড়কের প্রায় ৮ কিলোমিটার অংশ দ্রুত বাস্তবায়ন ও ভূমি অধিগ্রহণের কাজ সম্পন্ন করার দাবিতে ২৩ অক্টোবর নরসিংদী প্রেসক্লাবের সামনে ডাঙ্গা ইউনিয়নের সর্বস্তরের জনগণ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
মানববন্ধনে ডাঙ্গা ইউনিয়নের সর্বস্তরের জনগণের পক্ষে নেতৃত্ব দেন আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ইকবাল। বক্তারা জানান, ডাঙ্গা-ঘোড়াশাল মহাসড়কটি প্রায় ২০ বছর ধরে অবহেলিত অবস্থায় রয়েছে। ভূমি অধিগ্রহণের জটিলতার কারণে মহাসড়কটির নির্মাণকাজ দীর্ঘদিন ধরে স্থগিত রয়েছে, যার ফলে হাজার হাজার মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক দুই দশক ধরে অসম্পূর্ণ থাকা অত্যন্ত দুঃখজনক। এতে এলাকার যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়ন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বারবার আবেদন সত্ত্বেও কোনো অগ্রগতি নেই। ডাঙ্গাকে শিল্পাঞ্চল জোন ঘোষণা করা হয়েছে, কিন্তু রাস্তার উন্নয়ন হয়নি।”
এ সময় আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ইকবাল বলেন, “আমরা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আকুল আবেদন করছি, যেন দ্রুত ভূমি অধিগ্রহণের কাজ সম্পন্ন করে এই ৮ কিলোমিটার মহাসড়কের অসম্পূর্ণ অংশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন। এলাকার দীর্ঘদিনের ভোগান্তি দূর করার জন্য প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।”
মানববন্ধন শেষে ডাঙ্গা ইউনিয়নের জনগণ জেলা প্রশাসকের কাছে ৮ কিলোমিটার মহাসড়ক দ্রুত বাস্তবায়নের দাবিতে একটি স্মারকলিপি প্রদান করেন। তারা হুঁশিয়ারি দেন, সমস্যা দ্রুত সমাধান না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি নেওয়া হবে।