নওগাঁ প্রতিনিধি
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে বিভাগ চালুর জন্য প্রস্তাবনা চেয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। গত ২০২৫ খ্রিস্টাব্দের ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত কমিশনের ৫৬ তম সভায় ৫টি বিভাগের প্রস্তাব চাওয়ার বিষয়টি অনুমোদন হয়। সেখান থেকেই বাছাই শেষে দুটি বিভাগ অনুমোদন দেবে ইউজিসি। এ সংক্রান্ত একটি চিঠি আজ বৃহস্পতিবার জারী করেছে ইউজিসি।
ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক ড. মো. মহিবুল আহাসন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, কমিশনের নির্ধারিত ৫ টি বিভাগের প্রস্তাব কমিশনে উপস্থাপনের জন্য সুপারিশ করা হয়েছে। পরবর্তীতে কমিশন দুটি বিভাগের ল্যাবরেটরি, অবকাঠামো ও অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা সরেজমিনে পরিদর্শনের পর কমিটির মতামতের ভিত্তিতে বিভাগগুলো চূড়ান্ত অনুমোদন এবং শিক্ষার্থী ভর্তি কার্যক্রমের অনুমোদন দেওয়া হবে। প্রকাশিত ওই চিঠিতে বিশ্ববিদ্যালয়কে এ সংক্রান্ত কার্যক্রম এগিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি পরিপ্রেক্ষিতে নওগাঁয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছিল। এরপর ২০২৫ খ্রিস্টাব্দের ১৬ জানুয়ারি অন্তর্বর্তীকালীন সরকার বিশ্ববিদ্যালয়টির নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, নওগাঁ থেকে পরিবর্তন করে নওগাঁ বিশ্ববিদ্যালয় নামকরণ করে। বর্তমানে এ বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ড. হাছানাত আলী।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.