যশোর প্রতিনিধি
যশোরে ফেনসিডিল রাখার অভিযোগে তিন মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) অতিরিক্ত জেলা ও দায়রা জজ জান্নাতুন লিলিফা আকতার এ রায় ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হাজী আনিছুর রহমান মুকুল।
সাজাপ্রাপ্তরা হলেন— চৌগাছা উপজেলার কারিকরপাড়ার মৃত নান্নুর ছেলে আসলাম, একই গ্রামের নুর ইসলামের ছেলে বাবু, এবং খুলনা ফুলতলার পয়গ্রামের রোস্তম আলীর ছেলে ইকরাম আলী শেখ।
আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ৩ সেপ্টেম্বর রাত তিনটার দিকে যশোর ডিবি পুলিশের কাছে খবর আসে যে, চৌগাছা থেকে দুইটি মোটরসাইকেলে মাদক ব্যবসায়ীরা ফেনসিডিল নিয়ে আসছে। পরে ডিবি পুলিশ ঢাকা রোডের বাবলাতলা এলাকায় অবস্থান নেয়।
রাত সাড়ে তিনটার দিকে দুইটি মোটরসাইকেলে আসামিরা নিউমার্কেটের দিকে যাওয়ার সময় পুলিশ তাদের আটক করে। জিজ্ঞাসাবাদে তারা ফেনসিডিল বহনের কথা স্বীকার করে। পরে তাদের ব্যাগ তল্লাশি করে ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় ডিবির এসআই আবুল খায়ের চারজনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে ডিবির এসআই ইউনুস আলী তিনজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন এবং অপর এক আসামিকে অব্যাহতির আবেদন জানান।
বৃহস্পতিবার আদালত তিন আসামির প্রত্যেকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
রায় ঘোষণার সময় তিনজন আসামিই পলাতক ছিলেন।