নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর ব্যস্ততম পাঁচদোনা মোড়ে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) রাতে জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোসাইনের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মোড়ের চারপাশে অবৈধভাবে পার্কিং করা যানবাহন, ফুটপাত দখল করে রাখা ভাসমান দোকান এবং চলাচলে বাধা সৃষ্টিকারী স্থাপনা সরিয়ে দেওয়া হয়। পাশাপাশি যত্রতত্র পার্কিং, ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেসবিহীন গাড়ি চালানোর অপরাধে মোট ৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করে জেলা পুলিশের একটি দক্ষ টিম ও স্থানীয় জনগণ। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান পাটোয়ারি।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পাঁচদোনা মোড়ে যান চলাচল স্বাভাবিক রাখতে এই ধরনের টহল ও অভিযান চলমান থাকবে।