জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি)-এর শিক্ষার্থী ইমন ইসলাম, যিনি অর্থনৈতিকভাবে খুবই দুর্বল এবং শারীরিকভাবে প্রতিবন্ধী। নিজের পক্ষে কখনোই হুইলচেয়ার কেনা তার সম্ভব ছিল না। তার জন্য একাউন্টিং বিভাগের অধ্যাপক শফিকুল ইসলাম তৎক্ষণাৎ সাহায্যের হাত বাড়িয়েছেন।
আজ বৃহস্পতিবার ( ২৩ অক্টোবর) অধ্যাপক শফিকুল ইসলাম ব্রাক ব্যাংকের মাধ্যমে ১৭০,০০০ টাকার একটি হুইলচেয়ার এর ব্যবস্থা করেছেন, যাতে ইমন স্বাবলম্বীভাবে চলাচল করতে পারেন।
অধ্যাপক শফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের সহযোগিতায় আমরা সব সময় প্রস্তুত, শুধু আমার ডিপার্টমেন্টে শিক্ষার্থীদের জন্য নয়, আমরা কাজ করতে চাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য।শুধু পড়ালেখা সংক্রান্ত সমস্যায় নয়, আমরা শিক্ষার্থীদের সকল সমস্যায় পাশে থাকতে চাই। আমরা যদি সকল শিক্ষক শিক্ষার্থীদের পাশে থাকতে পারি, তাহলে আশাকরি ভবিষ্যতে আমাদের সীমাবদ্ধতা অনেকটাই কমে আসবে।
হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের শিক্ষার্থী শুভ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শফিকুল ইসলাম দেখালেন কীভাবে একজন শিক্ষক শিক্ষার্থীর পাশে দাঁড়াতে পারেন।স্যার শুধু নিজের বিভাগের নয়, অন্য বিভাগের শিক্ষার্থীদের দুঃখও তিনি কখনো অবহেলা করেন না। তিনি সবসময় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর পাশে থাকেন। শিক্ষার্থীদের কোনো দুঃখ বা কষ্ট তিনি কখনো অবহেলা করতে পারেন না। স্যারের জন্য দোয়া রইলো।
আরেক শিক্ষার্থী পিয়াস সরকার বলেন, আমাদের হিসাববিজ্ঞান বিভাগের গর্ব শফিক স্যার। এত শিক্ষার্থীবান্ধব একজন শিক্ষক বিশ্ববিদ্যালয়ে পাওয়া যায় না বললেই চলে। সবার জন্য তার দরজা সবসময় খোলা।
হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের শিক্ষার্থী ওমর ফারুক বলেন, স্যার সব সময় আমাদের বিপদে পাশে ছিলো, আমরা চাই সকল শিক্ষক একজন শফিক স্যার হয়ে উঠুক, যে সব সময় শিক্ষার্থীদের কথা চিন্তা করবে। স্যারের কাছে আমরা সবাই ঋণী, সব সময় স্যারের জন্য দোয়া রইলো।