নবধারা ডেস্ক
ইসলামে জুমার দিনকে সপ্তাহের শ্রেষ্ঠ ও মর্যাদাপূর্ণ দিন বলা হয়েছে। এই দিনটি মুসলমানদের জন্য বিশেষ বরকত ও রহমতের দিন। হাদিসে এসেছে, নবী করিম (সা.) বলেছেন
“সূর্য উদয়ের দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হলো জুমা। এদিনে আদম (আ.) সৃষ্টি হয়েছেন, এদিনেই তিনি জান্নাতে প্রবেশ করেছেন এবং এদিনেই পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন।” (মুসলিম)।
জুমার দিনে মুসলমানদের জন্য কিছু বিশেষ আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে গোসল করা, পরিচ্ছন্ন ও সুন্দর পোশাক পরা, সুগন্ধি ব্যবহার করা, আগেভাগে মসজিদে গিয়ে খুতবা মনোযোগসহ শোনা এবং নামাজ আদায় করা।
এছাড়া জুমার দিনে বেশি বেশি দরুদ শরিফ পাঠ করা, কুরআন তিলাওয়াত করা এবং দোয়া করার ফজিলত রয়েছে। রাসুল (সা.) আরও বলেছেন, “জুমার দিনে এক বিশেষ সময় আছে, যে সময়ে বান্দা আল্লাহর কাছে যা চায়, আল্লাহ তা কবুল করেন।” (বুখারি ও মুসলিম)।
তাই জুমার দিনটি শুধু একটি নামাজের দিন নয়, বরং এটি আত্মশুদ্ধি, দোয়া, ক্ষমা প্রার্থনা ও বরকত অর্জনের একটি মহামূল্যবান সুযোগ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.