ধামরাই (ঢাকা)প্রতিনিধি
ঢাকার ধামরাইয়ে মরহুম আরাফাত রহমান কোকোর স্মরণে আয়োজিত “ফুটবল টুর্নামেন্ট ২০২৫”-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে আলহাজ্ব জামাল উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে জে এনজি ক্লাবের উদ্যোগে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি।
এসময় আরও উপস্থিত ছিলেন ধামরাই থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মান্নান ফিরোজ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম আহমেদ, সদস্য সচিব রাশেদুল ইসলাম রাজু, যুগ্ম আহ্বায়ক মীর আকিব আলী, ধামরাই থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক লেহাজ উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পারভেজ পাঠান, শাকিল আহমেদ হিমেল এবং ছাত্রদল নেতা সাব্বির হোসেন প্রমুখ।

