Nabadhara
ঢাকাশুক্রবার , ২৪ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে নির্বাচনী প্রচারণায় শরীফ উদ্দিন জুয়েলের উঠান বৈঠক

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
অক্টোবর ২৪, ২০২৫ ৭:৫৩ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

ঢাকা মহানগর উত্তর যুবদলের আহবায়ক ও কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী শরীফ উদ্দিন জুয়েল বলেছেন, জনগণের শাসক নয, জনগণের সেবক হতে হবে। আজ শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজত বাজারে উঠোন বৈঠকে অংশ নেওয়া স্থানীয় জনতার উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।

শরীফ উদ্দিন জুয়েল বলেন, বিএনপি ক্ষমতায় গেলে একটি জবাবদিহিমূলক সরকার গঠন করা হবে। ক্ষমতার দাপট দেখানোর সুযোগ কেউ পাবে না। জনগণই সকল ক্ষমতার উৎস সেটি আমরা বাস্তবে প্রমাণ করবে।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন, বাংলাদেশের প্রতিটি নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত করা হবে। একজন ওয়ার্ড সদস্য থেকে শুরু করে ইউনিয়ন চেয়ারম্যান, সংসদ সদস্য কিংবা পুলিশ প্রশাসনের কর্মকর্তাসহ সবাইকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে।

এরপর তিনি ভাগজত বাজার এলাকার সাধারণ মানুষের হাতে তারেক রহমানের প্রণীত রাষ্ট্র মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ করেন এবং তার তাৎপর্য তুলে ধরেন।
এসময় বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফার আলোকে দেশ পুনর্গঠনের অঙ্গীকার ব্যক্ত করে শরীফ উদ্দিন জুয়েল বলেন, প্রত্যেক কৃষককে ন্যায্যমূল্যে সার প্রদান করা হবে, প্রত্যেক কৃষক পরিবারকে কৃষি কার্ড দেওয়া হবে, প্রতিটি পরিবারের নারী সদস্যকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে এবং এক কোটি বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

দৌলতপুরবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং বিএনপি ক্ষমতায় আসে, তাহলে ভাগজত বাজারে একটি আধুনিক হাসপাতাল স্থাপন করা হবে।

তিনি রাজনৈতিক প্রতিপক্ষকে আহবান জানিয়ে বলেন, প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে প্রতিযোগিতামূলক রাজনীতি করুন। একজন বিএনপি নেতা কখনো আরেক বিএনপি নেতাকে হুমকি বা হামলা করতে পারে না। সন্ত্রাসী কর্মকান্ড পরিহার করে মানুষের কাছে যান, তারেক রহমানের রাষ্ট্র কাঠামোর ৩১ দফা তুলে ধরুন, কারণ জনগণই সকল ক্ষমতার উৎস।

এসময় শরীফ উদ্দিন জুয়েলের সাথে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি আলহাজ¦ আলতাফ হোসেন, দৌলতপুর কৃষকদলের আহবায়ক আরিফুল ইসলাম নান্নু মাষ্টার, দৌলতপুর কৃষকদলের যুগ্ম-আহবায়ক নারী নেত্রী সুরাইয়া আক্তার কাজল, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক আবিদ হাসান মন্টি সরকার, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক কমিটির সদস্য আলাউদ্দিন বাদল, দৌলতপুর যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান মাসুম ও যুবদলের যুগ্মআহবায়ক জাফর ইকবাল কর্নেলসহ বিএনপি, যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দ। কর্মসূচী চলাকালে জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি জনজোয়ারে পরিণত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।