Nabadhara
ঢাকাশুক্রবার , ২৪ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

 আশাশুনিতে ইসলামী আন্দোলনের তারবিয়াতি অনুষ্ঠান অনুষ্ঠিত

জি. এম. মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
অক্টোবর ২৪, ২০২৫ ৭:৫৯ অপরাহ্ণ
Link Copied!

জি. এম. মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)

সাতক্ষীরার আশাশুনিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আশাশুনি উপজেলা শাখার উদ্যোগে ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে এক তারবিয়াতি (প্রশিক্ষণমূলক) অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ আশাশুনি উপজেলা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মুহাদ্দিস মোস্তফা শামসুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলার সহসভাপতি ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী প্রভাষক ড. কাজী ওয়াজ কুরুনী।

বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি আবু জাফর এবং আলোচক ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটি আশাশুনি উপজেলা সদর শাখার সভাপতি মোহাম্মদ জহুরুল ইসলাম।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আশাশুনি উপজেলা শাখার সেক্রেটারি ডা. মো. আমিনুল ইসলাম এবং সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি আলহাজ্ব মো. শফিউদ্দিন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “আগামী দিন ইনশাল্লাহ ইসলামী শক্তিই ক্ষমতায় যাবে। বাংলার জনগণ সেই স্বপ্ন দেখছে এবং প্রতিটি মুসলমানের হৃদয়ে ইসলামকে ধারণ করে আছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।