বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে সম্মানহানি করায় এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এক ব্যবসায়ী।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকালে বগারচর ইউনিয়নের ডাকপাড়া গ্রামের নিজ বাড়িতে ওই সংবাদ সম্মেলন করেন নঈম মিয়া বাজারের সার ব্যবসায়ী আশরাফুল ইসলাম শাহীন।
সংবাদ সম্মেলনে ব্যবসায়ী আশরাফুল ইসলাম শাহীন বলেন, গত ১৬ অক্টোবর সন্ধ্যায় একটি ভ্যান গাড়ি করে ২০ বস্তা সার বগারচরের উদ্দেশ্যে অবৈধভাবে পাচারের সময় স্থানীয় কৃষকরা ভ্যান গাড়িটি আটক করেন। সার গুলোর কোন বৈধ কাগজ দেখাতে না পারায় তাৎক্ষণিকভাবে বিষয়টি উপসহকারী কৃষি কর্মকর্তাকে অবগত করা হয়। কিন্তু স্থানীয় হালিম মিয়া জোরপূর্বক সার গুলো ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে আমি বাঁধা প্রদান করি।
এঘটনায় হালিম ও যুবদল নেতা তাহের আমার ওপর ক্ষিপ্ত হয়ে ফেসবুকে অপপ্রচার করে থাকে এবং সম্মানহানি করেন। এতে আমার সুনাম সামাজিকভাবে ক্ষুণ্ন হয়।
তিনি আরো বলেন, হালিম ও যুবদল নেতা তাহের অবৈধভাবে বকশীগঞ্জের সার দেওয়ানগঞ্জের বিভিন্ন বাজারে অবৈধভাবে সরবরাহ করে থাকেন। তারা বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করে যাচ্ছেন। এসময় তিনি বকশীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তাকে এব্যাপারে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এছাড়াও তার বিরুদ্ধে অপপ্রচার ও সম্মানহানি করায় তীব্র প্রতিবাদ জানান।

