নওগাঁ প্রতিনিধি
নওগাঁর পোরশায় প্রথম শ্রেণির ছাত্রকে বলাৎকার করার অভিযোগে মামলায় মুসা (৫৫) নামের এক ইমামকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার ভুক্তভোগী ওই শিক্ষার্থীর মায়ের দায়ের করা মামলায় তাকে আটক দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেন। এর আগে স্থানীয় জনগণ তাকে আটক করে পুলিশে সোপর্দ করলে তাকে সেই মামলায় আটক দেখানো হয়।
আটককৃত ইমাম পোরশা গবিরাকুড়ি গ্রামের মৃত আঃ শুকুরের ছেলে।
জানা যায়, আটককৃত মুসা শ্রীকলা নতুন পুকুর জামে মসজিদের ইমাম। ভুক্তভোগী ছাত্র স্থানীয় একটি মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়ালেখা করে। বৃহস্পতিবার দিবাগত রাত অনুমানিক ৮টায় শ্রীকলা নতুন পুকুর জামে মসজিদে নামাজ পড়তে যায় সে। নামাজ পড়ে সে বাড়িতে না আসলে তার মা তাকে খোঁজাখুঁজি করতে থাকে। খোঁজাখুঁজির একর্পযায়ে মসজিদে গিয়ে তার ছেলের জুতা দেখতে পায় এবং মসজিদে কোন মুসল্লি নেই আলো বন্ধ দখেতে পান। এসময় মসজিদের দরজা ধাক্কা দিয়ে খুলে তার ছেলেকে ইমাম মুসা বলাৎকার করেছেন বলে চিৎকার করেন। পরে কথাকাটির একপর্যায়ে ইমাম সাইকেল যোগে পালানোর চেষ্টা করলে ওই ছাত্রের মায়ের চিৎকারে গ্রামের লোকজন এসে ইমামকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
ভুক্তভোগী ওই শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করলে মসজিদের ইমাম মুসা তাকে মসজিদের ভিতরে বলাৎকার করেছেন বলে নিশ্চিত করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পোরশা থানা অফিসার ইনচার্জ মিন্টু রহমান বলেন, আটককৃত ইমামকে শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

