ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতি কার্যকর রাখতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ‘কঠোর বার্তা’ দিয়ে গেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, যুদ্ধবিরতি চলার মধ্যে গত রোববার গাজায় ব্যাপক হামলা চালায় ইসরায়েল। এতে ৪০ বেসামরিক ফিলিস্তিনি নিহত হন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির একাধিক কর্মকর্তা ইসরায়েলি এ বর্বরতা নিয়ে বলেছেন ইসরায়েল ‘নিয়ন্ত্রণের বাইরের’ কাজ করেছে।
এছাড়া ফিলিস্তিনের পশ্চিমতীরের বাকি অংশ দখলের জন্য ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে যে প্রাথমিক আইন পাস হয়েছে এ নিয়েও ক্ষুব্ধ হয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটির সমালোচনা করেছেন। তবে তিনি বলেছেন, ইসরায়েল পশ্চিমতীর অধিগ্রহণ করতে পারবে না।
এদিকে ইসরায়েল ছাড়ার আগে জেডি ভান্স সরাসরি পশ্চিমতীর অধিগ্রহণের আইন পাস নিয়ে সমালোচনা করেছেন। তিনি ইসরায়েলে থাকা অবস্থায় এ ধরনের আইন পাসকে নিজের জন্য ‘অপমানজনক’ হিসেবে অভিহিত করেছেন তিনি।
সূত্র: পলিটিকো

