শাহীন আহমেদ শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের সখিপুর বাজারে আজ শুক্রবার বিকাল তিনটায় অনুষ্ঠিত হয়েছে আধুনিক চিকিৎসা সেবা প্রতিষ্ঠান সাজেদা-জাব্বার হাসপাতাল-এর শুভ উদ্বোধন। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক প্রিয় শাহজাহান মুন্সি-র উদ্যোগে গড়ে ওঠা এ হাসপাতালটি উদ্বোধনের মধ্য দিয়ে সখিপুর অঞ্চলে চিকিৎসা সেবায় নতুন অধ্যায়ের সূচনা হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতা প্রিয় শাহজাহান মুন্সি বলেন, “সখিপুর ও আশপাশের মানুষের চিকিৎসা সেবায় যেন কোনো ঘাটতি না থাকে— সেই লক্ষ্যেই সাজেদা-জাব্বার হাসপাতাল প্রতিষ্ঠা করেছি। আমি চাই এই প্রতিষ্ঠান সবার জন্য উন্মুক্ত থাকুক এবং এখানে যেন মানবতার সেবা সর্বোচ্চ গুরুত্ব পায়। সখিপুরেই হবে নার্সিন হাসপাতাল”
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান কিরন। তিনি বলেন— “শাহজাহান মুন্সি ভাইয়ের এই মহৎ উদ্যোগ সখিপুরের মানুষের জন্য আশীর্বাদস্বরূপ। এই হাসপাতাল শুধু চিকিৎসা নয়, মানবতার সেবায় দৃষ্টান্ত স্থাপন করবে। আমরা সবাই মিলে এই উদ্যোগকে সফল করতে পাশে থাকব।”
এ সময় অধ্যাপক মাহমুদ হোসেন বকাউল বলেন, সাজেদা-জাব্বার হাসপাতাল সখিপুরে মানসম্মত চিকিৎসা সেবার নতুন দরজা খুলে দিয়েছে। আশা করি, এখানকার সাধারণ মানুষ স্বল্প খরচে উন্নত চিকিৎসা সেবা পাবেন।”
সাবেক এডিশনাল আইজিপি মো: মনির হোসেন বকাউল বলেন, “বিশিষ্ট ব্যবসায়ী প্রিয় শাহজাহান মুন্সি ভাইয়ের এই মহৎ উদ্যোগকে অন্তরের অন্তস্তল থেকে স্বাগত জানাই। হাসপাতালটির সার্বিক সাফল্য কামনা করছি এবং শাহজাহান মুন্সি ভাইয়ের জন্য অনেক দোয়া ও শুভ কামনা রইল।”
অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপি সহ-সভাপতি বাচ্চু সরকার, সখিপুর বিএনপির সদস্য সচিব মাজহারুল ইসলাম সরদার, সখিপুর থানা যুবদলের সভাপতি মাসুম বালা, সারোয়ার আহমেদ দিপু, সখিপুর ইউনিয়ন চেয়ারম্যান মানিক সরদার, সখিপুর থানা যুবদলের সাধারন সম্পাদক কামরুল হাসান রাজীব সরদার, সাবেক ছাত্রদলের সভাপতি তোফায়েল আহমেদ সরদার, সখিপুর থানা স্বেচ্ছাসেবকদলের আহব্বায়ক ফাইজুল ইসলাম সরদার, ছাত্রদলের সভাপতি নিহাদ মাহমুদ সরদার,
আরো উপস্থিত ছিলেন সাজেদা জাব্বার হাসপাতালের চেয়ারম্যান মো: শাহজাহান মুন্সি, পরিচালক জায়ান মুন্সি, সায়ান মুন্সি, মো: আজাদ মুন্সি, মো: খোকন মুন্সি, মানিক মুন্সি, নাসির উদ্দীন।
উদ্বোধন অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং এর আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রশংসা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.