Nabadhara
ঢাকাশুক্রবার , ২৪ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

শান্ত বণিক, নরসিংদী প্রতিনিধি
অক্টোবর ২৪, ২০২৫ ১০:২৮ অপরাহ্ণ
Link Copied!

শান্ত বণিক, নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও বেলাব থানা পুলিশ পৃথক অভিযানে এসব মাদক উদ্ধার করে।

 

জানা যায়, নরসিংদীর পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এর কঠোর নির্দেশনায় শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নরসিংদীর একটি টিম রায়পুরা থানার জিরাহী এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মো. কাউসার মিয়া ওরফে সাকিল (২৩), পিতা হাছন আলী, সাং রাজবাড়ী, থানা রায়পুরা, জেলা নরসিংদীকে আটক করে।

 

অপরদিকে, বেলাব থানা পুলিশের একটি টিম একই দিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে দড়িকান্দি বাসস্ট্যান্ডের পাশে মায়ের দোয়া বডি বিল্ডার্স গ্যারেজের সামনে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ মান্নান মিয়া (২৮), পিতা মৃত লেদু মিয়া, সাং নারায়নপুর, থানা মাধবপুর, জেলা হবিগঞ্জকে গ্রেফতার করে।

উভয় ঘটনায় পৃথক দুটি নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে অভিযান আরও জোরদার করা হবে এবং অপরাধীদের গ্রেফতারে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।