Nabadhara
ঢাকাশুক্রবার , ২৪ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দিঘায় বর্ণিল আয়োজনে “দীঘা ইউনাইটেড ফুটবল টুর্নামেন্ট ২০২৫” উদ্বোধন

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল 
অক্টোবর ২৪, ২০২৫ ১০:৩৩ অপরাহ্ণ
Link Copied!

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল 

যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের দিঘা গ্রামে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে “দীঘা ইউনাইটেড ফুটবল টুর্নামেন্ট ২০২৫”। এ বছর টুর্নামেন্টের মূল স্লোগান রাখা হয়েছে— “দিঘা গ্রামবাসী এক প্রাণ, ফুটবল হোক ঐক্যের গান।”

 

আজ শুক্রবার বিকালে স্থানীয় প্রাইমারি স্কুল মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে কলারোয়ার কাজিরহাট প্রগতি সংঘকে ২–০ গোলে হারিয়ে বিজয়ী হয় ঝিকরগাছার জে-কাটি বকুলিয়া একাদশ। খেলার শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা , তবে শেষ পর্যন্ত জে-কাটি বকুলিয়া দলই জয় ছিনিয়ে নেয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে দিঘা গ্রামের প্রবীণ ও তরুণ প্রজন্ম একত্রিত হয়ে এক প্রাণে অংশগ্রহণ করেন। গ্রামবাসীর উপস্থিতিতে মাঠ পরিণত হয় এক উৎসবের মেলায়। আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে ঐক্য, সম্প্রীতি ও যুবসমাজকে মাদকমুক্ত রাখার বার্তা ছড়িয়ে দিতে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

 

উল্লেখ্য, “দীঘা ইউনাইটেড ফুটবল টুর্নামেন্ট ২০২৫” এ বিভিন্ন এলাকার মোট ০৮ টি দল অংশ নিচ্ছে। আগামী সপ্তাহজুড়ে মাঠে গড়াবে একের পর এক রোমাঞ্চকর লড়াই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।