Nabadhara
ঢাকাশনিবার , ২৫ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কাজিপুরে ইউএনওর তৎপরতায় উধাও জুয়ার আসর

সিরাজগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ২৫, ২০২৫ ১০:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী মেলায় শুরু হওয়া জুয়ার আসর উপজেলা প্রশাসনের তৎপরতায় বন্ধ হয়ে গেছে। দূর্গাপূজা উপলক্ষে আয়োজিত এ মেলায় গোপনে জুয়ার আয়োজন করা হলেও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে অভিযান চালানো হলে আসর সংশ্লিষ্টরা পালিয়ে যায়।

গতকাল শুক্রবার সন্ধ্যায় থেকে রাত পর্যন্ত দুই দফায় গোপন অভিযান পরিচালনা করেন ইউএনও মোস্তাফিজুর রহমান। তিনি জানান, “সোনামুখী মেলাকে কেন্দ্র করে পার্শ্ববর্তী শ্মশান ঘাট এলাকায় জুয়া খেলার অভিযোগ পাওয়া যায়। অভিযোগের ভিত্তিতে প্রথমে সিভিল পোশাকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে রাত ৮টা ৪৫ পর্যন্ত রেকি করা হয়। পরবর্তীতে সোর্সের তথ্যের ভিত্তিতে রাত ৯টা ৩০ মিনিট থেকে ১০টা ৪৫ মিনিট পর্যন্ত দ্বিতীয় দফায় অভিযান পরিচালনা করা হয়।”

অভিযানে সেনাবাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। ইউএনও জানান, পুরো শ্মশান এলাকা, নদীর ঘাট, নিশিপাড়া ও হিন্দুপাড়া এলাকা তল্লাশি করা হলেও কোথাও জুয়ার কোনো আলামত পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, “মেলা আজ শনিবার (২৫ অক্টোবর) শেষ হচ্ছে। মেলার মেয়াদ কোনোভাবেই বৃদ্ধি করা হয়নি। আজকের পর থেকে মেলা বন্ধ থাকবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।