শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কবির হোসেনের অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে শনিবার (২৫ অক্টোবর) বেলা ১১টার দিকে শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত চলে এ সংবর্ধনা অনুষ্ঠান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান।
সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তবিবুর রহমান।
শিক্ষক নাসরিন আক্তার ইতি ও রফিকুল ইসলামের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল মালেক, নাসরিন নাহার, পাংশা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আজিজুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. বাবুর আলী, উপজেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি সুশীল কুমার রায়, সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি মো. বেলায়েত হোসেন বিলু, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি শেখ নাজিম উদ্দীন রাসেল, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মকবুল হোসেন, বালিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামিলা আক্তার, সহকারী শিক্ষক রাজিয়া সুলতানা, জহুরুল ইসলাম প্রমুখ।
এ সময় উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী শিক্ষা অফিসের সকল কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তা মো. কবির হোসেনকে মানপত্র, সম্মাননা ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। মানপত্র পাঠ করেন চর বেতকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসী তাহেরা।
বক্তারা বলেন, মো. কবির হোসেন একজন দক্ষ, সৎ ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে গোয়ালন্দ উপজেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অনন্য ভূমিকা রেখেছেন।
শিক্ষকদের প্রতি তার সহযোগী ও সহানুভূতিশীল আচরণ, আন্তরিকতা ও নেতৃত্বগুণ তাকে সবার কাছে প্রিয় করে তুলেছে। তার অবসর গোয়ালন্দের শিক্ষা পরিবারের জন্য এক বিরাট শূন্যতা তৈরি করবে। আমরা তার অবসর জীবনের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি।
সংবর্ধনার জবাবে শিক্ষা কর্মকর্তা মোঃ কবির হোসেন বলেন, এ উপজেলায় দায়িত্ব পালন সময়ে তিনি সংশ্লিষ্ট সকলের সর্বাত্মক আন্তরিক সহযোগিতা পেয়েছেন। আমিও আমার সবটুকু সামর্থ্য দিয়ে উপজেলার প্রাথমিক শিক্ষার উন্নয়নে চেষ্টা করে গেছেন। গড়ে তুলেছেন একটি শিক্ষা পরিবার। যেখানে সবাই-সবার খুব আপন। দোয়া করি এই বন্ধন চির অটুট রেখে আপনারা গোয়ালন্দের শিক্ষার উন্নয়নে কাজ করে যাবেন।
উল্লেখ্য, মো. কবির হোসেন গত ২০২০ সালের ৮ অক্টোবর তারিখে গোয়ালন্দ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেন এবং চলতি মাসের ৩১ অক্টোবর তিনি চাকরি জীবন থেকে অবসর গ্রহণ করবেন।

