শাহীন আহমেদ, শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের সখিপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সখিপুর সরকার কান্দির বাসিন্দা জাকির হোসেন ২২ অক্টোবর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়, ওইদিন সকালে আকবর খাঁ, বাদশা খাঁসহ ১৫–২০ জন বেআইনি জনতা সংগঠিত করে জাকির হোসেনের জমিতে প্রবেশ করে টিনের বেড়া ও সিমেন্টের খুঁটি ভেঙে ফেলে। এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয় এবং প্রায় ২০০টি ফলজ গাছ কেটে ফেলা হয়।
পরে বিকেলে জাকির হোসেন ঘটনাস্থলে গিয়ে বাধা দিতে গেলে বিবাদীরা তার ওপর হামলা চালিয়ে প্রাণনাশের হুমকি দেয়। স্থানীয়দের হস্তক্ষেপে তারা সেখান থেকে সরে যায়।
অভিযোগকারী জাকির হোসেন বলেন, “আমি জমি ক্রয় করে দীর্ঘদিন ধরে ওই জমির মালিক ও দখলে আছি। হঠাৎ তারা বেআইনিভাবে এসে আমার বেড়া ও গাছপালা কেটে দিয়েছে। আমি জীবনের নিরাপত্তা নিয়ে আতঙ্কে আছি।”
অভিযুক্ত পক্ষের বাবু খাঁ বলেন, “জমিটি আমাদের পৈত্রিক সম্পত্তি। জাকির হোসেন জোর করে দখল করতে চাইছে। আমরা কোনো ভাঙচুর বা হামলার সঙ্গে জড়িত নই।”
একই এলাকার বাসিন্দা কামাল হোসেন বলেন, “আকবর খা ও বাদশা খা অন্যায়ভাবে আইল ও গাছ কেটে ফেলছে এ জমি নিয়ে মামলা চলমান। বিষয়টি প্রশাসন তদন্ত করে দেখলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে।”
সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহমেদ বলেন, “অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.