রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা বিভাগের ৩৬টি আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির মনোনয়নপ্রত্যাশী নেতাদের ঢাকায় ডেকেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দলীয় সূত্রে জানা গেছে, ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে আগামী সোমবার বিকেলে খুলনা বিভাগের ১০ জেলার মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠক করবেন তিনি। বৈঠকটি অনুষ্ঠিত হবে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে।
ইতোমধ্যে খুলনা বিভাগের নবীন ও প্রবীণ সব নেতাকে ফোন ও ক্ষুদে বার্তার মাধ্যমে আমন্ত্রণ জানানো হয়েছে। গত শুক্রবার রাত থেকেই মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে যোগাযোগ শুরু হয়। অনেকেই ইতোমধ্যে ঢাকায় পৌঁছে গেছেন বলে জানা গেছে। বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত বলেন,
“নির্বাচনকে সামনে রেখে প্রতিটি বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে ধারাবাহিকভাবে মতবিনিময় করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ রোববার চট্টগ্রাম বিভাগের নেতাদের সঙ্গে বৈঠক হচ্ছে, আর সোমবার খুলনা বিভাগের নেতাদের সঙ্গে বৈঠক হবে। সেখানে তিনি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও বার্তা দেবেন।”
দলের সূত্র আরও জানায়, এই বৈঠকে নির্বাচনী প্রস্তুতি, মাঠপর্যায়ের রাজনৈতিক পরিস্থিতি, প্রার্থী বাছাইয়ের প্রাথমিক কৌশল ও দলের অবস্থান—সব বিষয়েই আলোচনা হবে।
খুলনা বিভাগের ৩৬টি আসনজুড়ে বিএনপির প্রার্থীরা এরই মধ্যে কর্মী–সমর্থকদের সক্রিয় করে নির্বাচনী তৎপরতা বাড়িয়ে দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.