Nabadhara
ঢাকারবিবার , ২৬ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় মসজিদের ভিতরে রাজনৈতিক বক্তব্য দিতে নিষেধ করায় বিএনপি নেতা লাঞ্ছিত

দৌলত (কুষ্টিয়া ) প্রতিনিধি
অক্টোবর ২৬, ২০২৫ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!

দৌলত (কুষ্টিয়া ) প্রতিনিধি

আছ‌রের নামাজ শে‌ষে মস‌জি‌দে বক্তব্য রাখার সময় ইসলামী বক্তা মুফতি আমীর হামজাকে রাজ‌নৈ‌তিক আলোচনা কর‌তে নি‌ষেধ করায় শাজাহান আলী হান্নান না‌মে স্থানীয় এক বিএনপি নেতাকে লাঞ্ছিত করার অ‌ভি‌যোগ উঠে‌ছে।

গতকাল শ‌নিবার বিকেলে সদর উপ‌জেলার বটতৈল ইউনিয়নের বরিয়া জা‌মে মস‌জি‌দে এই ঘটনা ঘটে। এ ঘটনার এক‌টি ভি‌ডিও ক্লিপ সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যম ফেসবু‌কে ছ‌ড়ি‌য়ে প‌ড়ে‌ছে।

শাজাহান আলী হান্নান বট‌তৈল ইউনিয়ন বিএন‌পির সভাপ‌তি। এছাড়া ব‌রিয়া জা‌মে মস‌জি‌দের সভাপ‌তিও তি‌নি। ওই ভি‌ডিও ক্লি‌পে দেখা যায়,তখন বি‌কেল সা‌ড়ে ৪টা। ইসলামী বক্তা মুফতি আমীর হামজা বক্তৃতা দি‌চ্ছেলেন। হঠাৎ শাজাহান আলী হান্নান‌ দাঁ‌ড়ি‌য়ে আমির হামজা‌কে কিছু বলার অনুম‌তি চান। এ সময় হান্নান‌কে বল‌তে শোনা যায়,”হুজুর ধা‌র্মিক আলোচনা যত পা‌রেন ক‌রেন কিন্তু রাজ‌নৈ‌তিক কোন আলোচনা কর‌বেন না”।

এরপ‌রেই মস‌জি‌দে থাকা মুস‌ল্লিরা উত্তে‌জিত হ‌য়ে প‌ড়েন। তারা হান্নানের দি‌কে তে‌ড়ে যান এবং তা‌কে ধাক্কা দি‌য়ে মস‌জি‌দ থে‌কে বাইরে বের ক‌রে দেন। এ সময় ক‌য়েকজনকে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণ করার চেষ্টা কর‌তে দেখা যায়।

ব‌রিয়া জা‌মে মস‌জি‌দের সভাপ‌তি বিএন‌পি নেতা শাজাহান আলী হান্নান ব‌লেন, আমি মস‌জি‌দের সভাপ‌তি।মুফ‌তি আমির হামজা মস‌জি‌দে আস‌বেন সেটাও আমা‌কে কেউ জানায়‌নি। আস‌রের নামাজ শে‌ষে আমির হামজা‌ বক্তব্য দি‌তে শুরু ক‌রেন। সভাপ‌তি হি‌সে‌বে আমি শুধু রাজ‌নৈ‌তিক আলোচনা বাদ দি‌য়ে ইসলা‌মিক আলোচনা কর‌তে ব‌লে‌ছিলাম। এতেই মস‌জি‌দের ভেত‌রে থাকা লোকজন আমার দি‌কে তে‌ড়ে আসেন এবং ধাক্কা দিতে থাকেন। হান্নানের দা‌বি, স্থানীয় ক‌য়েকজন বা‌দে মস‌জি‌দের ভেতর যারা ছি‌লেন তারা সবাই অপ‌রি‌চিত। জামায়াত ইসলা‌মের লোকজন। য‌দিও এই ঘটনার পর আমির হামজা দু:খ প্রকাশ ক‌রে‌ছেন। বিষয়‌টি আমি জেলা বিএন‌পির সদস‌্য স‌চিব‌কে জা‌নি‌য়ে‌ছি।

ঘটনার নিন্দা জা‌নি‌য়ে ইউনিয়ন বিএন‌পির সাধারণ সম্পাদক হাজী মো: আনিসুর রহমান ব‌লেন, হান্নান ভাই নি‌জেই ওই মস‌জি‌দের সভাপ‌তি। তা‌র সা‌থে এমন আচরণ প্রতি‌হিংসামূলক। আর মস‌জি‌দে হ‌বে ইসলা‌মিক আলোচনা। সেখা‌নে কোন রাজ‌নৈ‌তিক আলোচনা হ‌তে পা‌রে না।

উল্লেখ্য, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে ইসলামি বক্তা মুফতি আমীর হামজাকে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করে‌ছে বাংলা‌দেশ জামায়া‌তে ইসলামী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।