Nabadhara
ঢাকারবিবার , ২৬ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
অক্টোবর ২৬, ২০২৫ ৪:৫২ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে উৎসবমুখর পরিবেশে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। রোববার (২৬ অক্টোবর) দুপুর ৩টায় গোয়ালন্দ কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করে গোয়ালন্দ উপজেলা গণঅধিকার পরিষদ ও এর অঙ্গ সংগঠনসমূহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক শরিফুল ইসলাম।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মোঃ রেজা মাহমুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোঃ শাহিন আলম, জেলা যুব অধিকার পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল আপন, জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি রাকিবুল হাসান, রাজবাড়ী যুব অধিকার পরিষদের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ খোকন মোল্লা, গোয়ালন্দ উপজেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, গোয়ালন্দ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক মোঃ সাগর শেখ এবং সাবেক সদস্য সচিব সুজনুর রহমান সাগরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে শরিফুল ইসলাম বলেন,
“গণঅধিকার পরিষদ জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। দেশের গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় তরুণদের ঐক্যবদ্ধ হতে হবে। এই সংগঠনের প্রতিটি কর্মী জনগণের কণ্ঠস্বর হিসেবে কাজ করবে এটাই আমাদের লক্ষ্য।”

অনুষ্ঠানে বক্তারা গণঅধিকার পরিষদের চার বছরের পথচলার সাফল্য তুলে ধরেন এবং ভবিষ্যতে জনগণের অধিকার আদায়ে আরও শক্তিশালী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

সভা শেষে একটি র‍্যালী বের হয়ে গোয়ালন্দ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠানস্হলে ফিরে আসে। পরে সকলে মিলে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।