ফেনী প্রতিনিধি
ফেনীর সোনাগাজী সদর ইউনিয়নে এলাকাবাসীর আয়োজনে রোববার বিকালে ছাড়াইতকান্দি হোসাইনিয়া মাদরাসা মাঠে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সর্বদলীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল আলমের সভাপতিত্বে ও সেকেন্ড অফিসার উপপরিদর্শক গোলাম কিবরিয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি ও অপরাধ) সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবদীন বাবলু, সিনিয়র যুগ্ন আহবায়ক জামাল উদ্দিন সেন্টু, উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. মোস্তফা, সোনাগাজী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর নিতাই চরণ ভৌমিক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা এনসিপির প্রধান সমন্বায়ক আবদুল্লাহ আল মামুন, সোনাগাজী বাজার বণিক সমিতির সভাপতি নুর নবী, উপজেলা বিএনপি নেতা মোজাম্মেল হোসেন মাসুদ, ফেনী জেলা যুবদলের সদস্য দাউদুল ইসলাম মিনার, উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলম ভূঞাঁ, সদস্য সচিব ইমাম হোসেন পবির, যুগ্ন আহবায়ক মোশারফ হোসেন আলমগীর মেম্বার, উপজেলা খেলাফত আন্দোলন সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল আলম, উপজেলা ইসলামি আন্দোলনের যুগ্ন সাধারন সম্পাদক ইব্রাহিম শাকিল, সদর ইউনিয়ন জামায়াতের আমির নিজাম উদ্দিন ও সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বেলায়েত হোসেন।
উল্লেখ্য; গত কয়েক দিনে সোনাগাজী সদর ইউনিয়নের বিভিন্ন স্থানে একাধিক চুরি ও ডাকাতির ঘটনা সংগঠিত হওয়ায় জনমনে চরম আতঙ্ক ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.