বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি ভেকু মেশিন, একটি পল্টুন (নৌযান) ও চারজনকে আটক করেছে প্রশাসন। শনিবার (২৫ অক্টোবর) গভীর রাতে উপজেলার ৯নং কলসকাঠি ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের নির্দেশে ও সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বাকেরগঞ্জ থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
প্রশাসন সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। জব্দকৃত ভেকু, পল্টুন ও অন্যান্য মালামাল থানার জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকাবাসীর ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে একটি প্রভাবশালী চক্র।এ চক্রটির নেতৃত্বে রয়েছেন তেল নাসির ওরফে আর্মি নাসির, যিনি স্থানীয়ভাবে কৃষকলীগের উপজেলা সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত। তার নেতৃত্বে দীর্ঘদিন ধরে নদী ও খাল থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে বলে জানা গেছে। তিনি পূর্বেও একাধিকবার গ্রেফতার হলেও কার্যক্রম বন্ধ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, “আটক ব্যক্তিদের এর আগেও মোবাইল কোর্টের মাধ্যমে জেল ও জরিমানা করা হয়েছিল। তারপরও তারা পুনরায় একই অপরাধে জড়িয়েছে। উপজেলা প্রশাসন এ বিষয়ে জিরো টলারেন্স এই ধরনের অভিযান আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত চলবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.