আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
আশাশুনিতে আদালতের রায় অনুযায়ী ডিগ্রী প্রাপ্ত জমি দখল নেওয়ার পর তাদের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) দুপুরে আশাশুনি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার জেলপাতুয়া গ্রামের মৃত রমেশ চন্দ্র সানার ছেলে দীনেশ চন্দ্র সানা।
তিনি জানান, তার পিতা ২০০২ সালে ফকরাবাদ মৌজায় এসএ খতিয়ানভুক্ত ৬০৫ ও ৬০২ দাগের ৩৩ শতক জমি একই গ্রামের মৃত মনোহর সানার ছেলে দুঃখীরাম সানার কাছে বিক্রি করেন। বিক্রিত জমি ক্রেতার নামে রেকর্ডভুক্ত হয় এবং দুঃখীরাম দীর্ঘদিন তা ভোগদখল করেন। পরবর্তীতে জানা যায়, দুঃখীরাম সানা অতিরিক্তভাবে ৬০২ দাগের প্রায় ১০ শতক বাগানভূমি দখল করে রেখেছেন।
এ ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশী বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশে অতিরিক্ত দখলকৃত জমি ফেরত দেওয়ার সিদ্ধান্ত হলেও দুঃখীরাম সানা তা অমান্য করেন। বরং তার শ্যালক ও স্থানীয় আওয়ামী লীগ নেতা সমীরন গাইনের নেতৃত্বে লোকজন নিয়ে দীনেশ সানার পরিবারের উপর ভয়ভীতি প্রদর্শন ও হামলার চেষ্টা করেন বলে অভিযোগ করেন তিনি।
দীনেশ চন্দ্র সানা আরও জানান, পরবর্তীতে আদালতে একাধিক মামলা দায়ের হয়। আদালতে মুচলেকার মাধ্যমে উভয় পক্ষকে নিজ নিজ স্থানে থাকার নির্দেশ দেওয়া হয়। সর্বশেষ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, সাতক্ষীরা ১৪০৬ নং মামলায় (বাদী দুঃখীরাম সানা) গত ২০ আগস্ট আদালত মামলাটি খারিজ করে বিবাদী দীনেশ চন্দ্র সানার পক্ষে রায় ও ডিগ্রী প্রদান করেন।
রায় মোতাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের উপস্থিতিতে বিবাদী পক্ষ ২৫ অক্টোবর শান্তিপূর্ণভাবে জমি দখলে নেয় এবং সীমানা ঘেরা বেড়া দেন। কিন্তু পরবর্তীতে দুঃখীরাম সানা পক্ষ ভিন্নখাতে বিষয়টি প্রবাহিত করতে আশাশুনি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জমি দখলের মিথ্যা অভিযোগ তোলে বলে উল্লেখ করেন দীনেশ সানা।
তিনি ওই মিথ্যা অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়ে প্রশাসনের নিকট অপপ্রচারকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

