খুলনা প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-৫ (ডুমুরিয়া–ফুলতলা) আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন দৌড়ে সবচেয়ে আলোচিত নাম এখন খুলনা জেলা যুবদলের আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা ইবাদুল হক রুবায়েদ। বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয় থেকে তাঁকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে।
দলের কেন্দ্রীয় সূত্র জানিয়েছে, আগামী আজ সোমবার (২৭ অক্টোবর) খুলনা বিভাগের সম্ভাব্য সংসদ প্রার্থীদের সঙ্গে ভার্চুয়াল সাক্ষাতে বসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ বৈঠকেই প্রার্থীদের মাঠের কার্যক্রম, জনপ্রিয়তা ও সাংগঠনিক অবস্থান যাচাই করা হবে।
একই সাক্ষাৎকারে অংশ নেবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগর লবী— যিনি এবার খুলনা-৫ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, খুলনা-৫ আসনটি ঐতিহাসিকভাবে জামায়াতে ইসলামীর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ২০১৮ সালের নির্বাচনে বিএনপি–জামায়াত জোটের প্রার্থী ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। ফলে এবারের নির্বাচনে আসনটি বিএনপির জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।
গত বছর ৫ আগস্টের পর থেকেই ইবাদুল হক রুবায়েদ মাঠে ছিলেন সবচেয়ে সক্রিয় নেতাদের একজন। তিনি ডুমুরিয়া ও ফুলতলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে গণসংযোগ, মতবিনিময় সভা ও ধানের শীষের পক্ষে ধারাবাহিক প্রচারণা চালিয়ে আসছেন। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় তাঁর আন্তরিক ভূমিকা তাঁকে এ অঞ্চলে ব্যাপক জনপ্রিয় করে তুলেছে।
এছাড়া খুলনার জুলাই আন্দোলনে ছাত্রসমাজের নেতৃত্বে তাঁর সক্রিয় অংশগ্রহণ ও সাহসী ভূমিকা তরুণ প্রজন্মের কাছে তাঁকে নতুন রাজনৈতিক নেতৃত্ব হিসেবে তুলে ধরেছে। স্থানীয়ভাবে এখন তাঁকে বিএনপির “তরুণ মুখ” ও “জনপ্রিয় সংগঠক” হিসেবে দেখা হচ্ছে।
অন্যদিকে, সাবেক সাংসদ মোহাম্মদ আলি আসগর লবীও গত কয়েক মাস ধরে মাঠে সক্রিয় রয়েছেন এবং ধানের শীষের মনোনয়ন প্রত্যাশা করছেন।
বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, খুলনা-৫ আসনে প্রার্থী চূড়ান্ত করার আগে কেন্দ্রীয় হাইকমান্ড মাঠের রাজনৈতিক পরিস্থিতি, জনসমর্থন, স্থানীয় জোট–সমীকরণ ও সংগঠনের অবস্থান বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবে।
খুলনার অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিদের মতে, “বিএনপি যদি খুলনা-৫ আসনে যোগ্য, জননন্দিত ও মাঠে সক্রিয় প্রার্থী মনোনয়ন দেয়, তবে ধানের শীষের জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি এখানেই।”
মনোনয়ন প্রত্যাশী ইবাদুল হক রুবায়েদ ও মোহাম্মদ আলি আসগর লবী— উভয়ের সমর্থকরাই আশাবাদী, খুলনা-৫ আসনে বিএনপির বিজয়ের দায়িত্ব এবার তাঁদের হাতেই তুলে দেবে দলের হাইকমান্ড।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.