ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের মধুখালীতে বালিশ চাপা দিয়ে স্ত্রী ঝর্ণা ওরফে বন্যাকে হত্যার দায়ে প্রধান আসামি সৌরভ কুমার দাসকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রবিবার সকালে র্যাব-৬ এর সহযোগিতায় র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি দল গোপালগঞ্জের ভাটিয়াপাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
একইদিন বিকেলে র্যাবের ফরিদপুর ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ক্যাম্পটির কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম।
সংবাদ সম্মেলনে তিনি জানান, ভিকটিম ঝর্ণা ওরফে বন্যার সঙ্গে চার বছর আগে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন বঙ্গেশ্বরদী এলাকার সৌরভ কুমার দাসের বিবাহ হয়। তাদের সিদ্ধার্থ নামে দুই বছর দশ মাস বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য হতো। দাম্পত্য কলহের জেরে ঝর্ণা ওরফে বন্যা বেশ কিছুদিন ধরে তার বাবা-মায়ের সঙ্গে থাকছিলেন।
র্যাব জানায়, গত ২০ অক্টোবর সকালে ভিকটিমের মা শেফালী রানী কাজ করতে যান। কাজ শেষে বেলা ১১টার দিকে বাড়ি ফিরে তিনি দেখেন মেয়ে ঝর্ণা ওরফে বন্যা ঘরের মেঝেতে চিৎ হয়ে পড়ে আছেন এবং তার বুকের উপর বালিশ রাখা। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ভিকটিমের মা বুঝতে পারেন যে তার জামাই সৌরভ কুমার দাস বালিশ চাপা দিয়ে তাকে হত্যা করে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।
এ ঘটনায় ভিকটিমের মা শেফালী রানী বাদী হয়ে ফরিদপুর জেলার মধুখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনপত্রের ভিত্তিতে র্যাব-১০, ফরিদপুর ক্যাম্পের আভিযানিক দল গোয়েন্দা নজরদারি বাড়ায় এবং আজ সকালে তথ্য-প্রযুক্তি ও র্যাব-৬ এর সহযোগীতায় গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানাধীন ভাটিয়াপাড়া মোড় এলাকা থেকে এজাহারনামীয় আসামি সৌরভ কুমার দাসকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে র্যাব জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.