খুলনা প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা জেলার ছয়টি আসনের মনোনয়নপ্রত্যাশীদের নিয়ে আজ সোমবার (২৭ অক্টোবর) ভার্চুয়াল বৈঠকে বসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার গভীর রাত পর্যন্ত গুলশান কার্যালয় থেকে খুলনার ১৪ জন নেতাকে বৈঠকের আমন্ত্রণ জানানো হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত থেকেই খুলনার সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে যোগাযোগ শুরু হয়। প্রতিটি আসনের সাংগঠনিক অবস্থা, তৃণমূলের কর্মতৎপরতা এবং নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা করতেই আজকের এই ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
খুলনা-১ আসনে বৈঠকে অংশ নেবেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আমীর এজাজ খান ও সাবেক ছাত্রদল নেতা জিয়াউর রহমান পাপুল। খুলনা-২ আসনে আমন্ত্রিত হয়েছেন সাবেক সংসদ সদস্য ও মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, বর্তমান নগর সভাপতি শফিকুল আলম মনা এবং সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।
খুলনা-৩ আসনে একমাত্র আমন্ত্রণ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। খুলনা-৪ আসনে রয়েছেন কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি পারভেজ মল্লিক।
অন্যদিকে খুলনা-৫ আসনে বৈঠকে যোগ দিচ্ছেন সাবেক সংসদ সদস্য আলী আজগর লবী, জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েত ও শফি মোহাম্মদ খান। খুলনা-৬ আসনে আমন্ত্রণ পেয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, যুগ্ম-আহ্বায়ক মোমরেজুল ইসলাম, সাবেক সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতি আবদুল মজিদ, সাংবাদিক আনোয়ার আলদীন এবং আমিরুল ইসলাম কাগজী।
তবে বৈঠকের তালিকায় নাম নেই খুলনা-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী নগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম ও খুলনা-৪ আসনের সাবেক প্রার্থী শরীফ শাহ কামাল তাজের। এ বিষয়ে অধ্যক্ষ তারিকুল ইসলাম বলেন, “আমন্ত্রণ পাইনি এটা ঠিক নয়। খোঁজ নিয়ে জানতে পেরেছি আমাকে আমন্ত্রণ জানাতে দেওয়া হয়নি।” অন্যদিকে শরীফ শাহ কামাল তাজ জানান, “আমি এবার মনোনয়ন চাইনি। ধানের শীষের পক্ষে ভোট চেয়েছি, নিজের জন্য নয়।”
দলীয় সূত্রের তথ্য মতে, আজকের বৈঠকে তারেক রহমান খুলনার ছয়টি আসনের সাংগঠনিক অবস্থান, নেতাদের জনপ্রিয়তা এবং প্রার্থিতা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। বিএনপির স্থানীয় নেতাদের ধারণা, এই বৈঠক থেকেই খুলনার রাজনীতিতে মনোনয়ন প্রক্রিয়ার প্রাথমিক রূপরেখা স্পষ্ট হয়ে উঠতে পারে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.