নওগাঁ প্রতিনিধি
নওগাঁর সাপাহারের পুনর্ভবা নদীতে গোসল করতে নেমে হাদিসুর রহমান (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হলে রাত ৯টার দিকে কলমুডাঙ্গা বিজিবি ক্যাম্পের সামনে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে থানা পুলিশ।
নিহত হাদিসুর উপজেলার কলমুডাঙ্গা গ্রামের শাহিনুর রহমানের ছেলে। জানা যায়, শিশু হাদিসুর গত কাল রোববার দুপুরে অন্যান্য ছেলেদের সাথে নদীতে গোসল করতে যায়। নদীতে নেমে সে তলিয়ে গেলে সহপাটিরা তার বাসায় এসে খবর দেয়। সাথে সাথে পরিবারের লোকজনসহ গ্রামবাসীরা নদীতে নেমে খোঁজাখুজি শুরু করে। সারা দিন খোঁজার পরে তাকে না পেয়ে বিকেলে সাপাহার ফায়ার সার্ভিসে সংবাদ দেয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন রাত সাড়ে ৮টা পর্যন্ত নদীতে তল্লাসী করে কোথাও তার সন্ধান না পেয়ে ফিরে আসে। এরপর রাত ৯টার দিকে লোকজন কলমুডাঙ্গা বিজিবি ক্যাম্পের সামনে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পেয়ে থানায় সংবাদ দেয়।
সংবাদ পেয়ে রাতেই ঘটনা স্থলে গিয়ে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেয়। সাপাহার থানার অফিসার ইনচার্জ আব্দুল আজিজ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রেকর্ড হয়েছে।

