Nabadhara
ঢাকাসোমবার , ২৭ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে নারীদের তৈরি ছনের ডালা রপ্তানি হচ্ছে বিদেশে, আসছে বৈদেশিক মুদ্রা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
অক্টোবর ২৭, ২০২৫ ১:৪০ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

শেরপুর উপজেলার প্রায় ৩৫টি গ্রামে ৮ থেকে ১০ হাজার নারী ছন ও তালপাতা দিয়ে ঝুড়ি, বাটি, ডালা, কড়াই ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় নান্দনিক পণ্য তৈরি করে স্বনির্ভরতা অর্জন করেছেন। পারিবারিক কাজ সেরে অবসরে এই হস্তশিল্পে নিয়োজিত নারীরা শুধু পরিবারের আয় বাড়াচ্ছেন না, দেশের অর্থনীতিতেও অবদান রাখছেন।

 

স্থানীয়রা জানিয়েছেন, নারীদের নিপুণ হাতে তৈরি এই পণ্যগুলো ইতোমধ্যে দেশের সীমানা পেরিয়ে ইউরোপ, আমেরিকা ও অন্যান্য উন্নত দেশে রপ্তানি হচ্ছে। এর ফলে বাড়ছে বৈদেশিক মুদ্রার প্রবাহ।

 

১৯৯৬ সালে হাঁপুনিয়া, বনমরিচা, মহিপুরসহ কয়েকটি গ্রামে ঢাকা হ্যান্ডিক্রাফ্টসের মাধ্যমে ছনের ডালা তৈরির কাজ শুরু হয়। ধীরে ধীরে এই হস্তশিল্পের প্রসার ঘটেছে এবং বর্তমানে উপজেলার ১০টি ইউনিয়নের নারী এতে নিয়োজিত।

 

খানপুর গ্রামের কোহিনুর খাতুন, সালমা খাতুন, হাজেরা খাতুন ও হাঁপুনিয়ার জান্নাতী খাতুন জানান, পরিবারিক কাজের পাশাপাশি তারা সপ্তাহে ৮–১০টি ডালা তৈরি করে ২–২.৫ হাজার টাকা আয় করেন। যারা আরও বেশি সময় কাজ করেন, তাদের আয়ও উল্লেখযোগ্য।

 

হাঁপুনিয়া গ্রামের ডালা ব্যবসায়ী ইনছান আলম বলেন, “দিন দিন ডালার চাহিদা বেড়ে চলেছে। আগামী দুই–তিন বছরের মধ্যে উপজেলার প্রতিটি গ্রামে ডালা তৈরির প্রচলন শুরু হবে এবং নারীরা আরও বেশি সাবলম্বী হবেন।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।