ঝালকাঠি প্রতিনিধি
বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও নানা আয়োজনে ঝালকাঠিতে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় ঝালকাঠি পৌর মিনি স্টেডিয়ামের সামনে থেকে জেলা যুবদলের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের আহ্বায়ক রবিউল ইসলাম তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক সুমন, জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট আনিচুর রহমান খান, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক এনামুল হক সাজু, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক জাহিদুল ইসলাম জাহিদ, ঝালকাঠি জেলা যুবদলের সদস্য মোহাম্মদ তাজুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, সারা দেশে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই গণজোয়ারকে ধরে রাখতে যুবদলের প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত যুবদল আজ জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের অগ্রভাগে রয়েছে।
এতে জেলার বিভিন্ন উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা অংশ নেন। পুরো আয়োজনে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.