খুলনা প্রতিনিধি
খুলনার রাজনীতিতে বিএনপির দীর্ঘদিনের মুখ নজরুল ইসলাম মঞ্জু আবার আলোচনায়। দলের অভ্যন্তরীণ কোন্দল ও কেন্দ্রীয় পদ হারানোর চার বছর পর ফের মনোযোগের কেন্দ্রে উঠে এসেছেন তিনি।আজ সোমবার (২৭ অক্টোবর) গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মনোনয়নপ্রত্যাশীদের বৈঠকে আমন্ত্রণ পেয়েছেন খুলনার এই প্রবীণ নেতা।
নজরুল ইসলাম মঞ্জু বিএনপির রাজনীতিতে পরিচিত এক অভিজ্ঞ সংগঠক। ১৯৭৯ সালে ছাত্রদল থেকে রাজনীতির সূচনা, এরপর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, সাধারণ সম্পাদক ও সভাপতি—সব পদেই দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন তিনি। ২০০৮ সালের নির্বাচনে খুলনা-২ আসন থেকে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন। চার দশকের রাজনৈতিক পথচলায় খুলনা বিএনপির রাজনীতির সঙ্গে তার নাম যেন হয়ে ওঠে একাকার।
তবে ২০২১ সালের ডিসেম্বর ছিল তার জীবনের বড় ধাক্কা। কেন্দ্র থেকে ঘোষিত মহানগর বিএনপির আহ্বায়ক কমিটিতে জায়গা না পেয়ে দলীয় দায়িত্ব হারান তিনি। এরপর বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়। পরপর এমন সিদ্ধান্তে তার অনুসারীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়, শুরু হয় পদত্যাগের ঝড়। কিন্তু মঞ্জু রাজনীতি ছাড়েননি; বরং আরও দৃঢ়ভাবে মাঠে থেকেছেন খুলনায় বিএনপির কর্মসূচি বাস্তবায়নে।
দলীয় কোনো পদ ছাড়াই চার বছর তিনি সক্রিয় থেকেছেন প্রতিটি আন্দোলন-সংগ্রামে। কেন্দ্র ঘোষিত কর্মসূচিগুলো বাস্তবায়ন করেছেন নিজস্ব সংগঠনশক্তি ও অনুসারীদের নিয়ে। খুলনা মহানগরের রাজপথে বিএনপির আলাদা উপস্থিতি তৈরিতে তার ভূমিকাও ছিল চোখে পড়ার মতো।
এখন সেই ধারাবাহিকতারই পরিণতি—তারেক রহমানের বৈঠকে ডাক। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যেই সরব হয়ে উঠেছেন মঞ্জুর সমর্থকরা। কেউ বলছেন, “ত্যাগের মূল্য অবশেষে মিলছে,” কেউ লিখছেন, “যে নেতা মাঠ ছাড়েননি, তাকেই এখন আবার আহ্বান জানাচ্ছে দল।”
নিজের অবস্থান নিয়ে নজরুল ইসলাম মঞ্জু বলেন, তিনি কখনোই দলের বাইরে যাননি, বরং খুলনায় বিএনপির প্রতিটি কর্মসূচিতে তৃণমূল নেতাকর্মীরা স্বেচ্ছায়, পকেটের টাকা খরচ করে অংশ নিয়েছেন। মামলার ঝুঁকি, হামলার ভয়—কিছুই থামাতে পারেনি তাদের। তাদের মধ্যেই তিনি দেখেন দলের প্রকৃত শক্তি।
দলের অভ্যন্তরীণ সংকট পেরিয়ে নজরুল ইসলাম মঞ্জুর এই প্রত্যাবর্তন খুলনার বিএনপি রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। দীর্ঘ ৪৬ বছরের রাজনৈতিক পথচলার পর আবারও তিনি যেন ফিরে এসেছেন সেই জায়গায়—যেখান থেকে শুরু হয়েছিল তার নেতৃত্বের যাত্রা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.