গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে ছাত্রদল সম্পর্কে কটুক্তি ও সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক ইত্তেসাম পারভেজ সহ নেতৃবৃন্দদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এবং অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
গৌরনদী উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আয়োজনে সোমবার দুপুরে কলেজের শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বরিশাল-ঢাকা মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। শেষে বাসষ্ট্যান্ড এলাকায় প্রতিবাদ সভা সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মুন্না খাননের সভাপতিত্বে উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক তারেক আহসানের সঞ্চলনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের সভাপতি তানভীর হাসান তানিম, পৌরসভা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আব্দুর রহিম, আরিফুল ইসলাম সুজন, কামরুল হাসান জয়, আল আমিন মোল্লা প্রমুখ।
বক্তারা সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক ইত্তেসাম পারভেজ, বরিশাল জেলা ছাত্র দলের সহ সভাপতি ইমরান খান, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক রাজীব খান, কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক সাহারাজ তালুকদার সহ ছাত্রদলের নেতৃবৃন্দের বিরুদ্ধে অবিলম্বের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

