খন্দকার রবিউল ইসলাম, রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, “দেশের এই দুর্দিনে সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে।”
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সোমবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মুক্তি চত্বরে গিয়ে পথসভায় মিলিত হয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক খাইরুল আনাম বকুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. নিকবর হোসেন মনি, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন সম্রাটসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

