Nabadhara
ঢাকাসোমবার , ২৭ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কাজিপুরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে রোপা আমন ধান চাষ, শুরু হয়েছে কাটা ও মাড়াই

আবদুল জলিল, সিরাজগঞ্জ
অক্টোবর ২৭, ২০২৫ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!

আবদুল জলিল, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে রোপা আমন ধানের চাষ হয়েছে। হেমন্তের প্রথম থেকেই আগাম লাগানো রোপা আমন ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। উপজেলার বিস্তীর্ণ মাঠজুড়ে এখন সবুজ সোনালীর সমারোহ।

উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, চলতি মৌসুমে অনুকূল আবহাওয়া ও সময়মতো বৃষ্টিপাতের কারণে কৃষক লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে রোপা আমন ধানের চাষ করেছেন। চাষের লক্ষ্যমাত্রা হলো ধরা হয়েছিলো ১০ হাজার নয়শ হেক্টর। কিন্ত্র এ পর্যন্ত ১১ হাজার হেক্টর জমিতে রোপা আমনের চাষ হয়েছে বলে কৃষি অফিস নিশ্চিত করেছে। ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৭ হাজার দুইশ মেট্রিক টন। স্থানীয় কৃষকগণ এবার ধানের বাম্পার ফলনের আশায় বুক বাঁধছেন।

নাটুয়ার পাড়া চরের কৃষক টুকু মন্ডল জানান, গতবারের চেয়ে বেশি জমিতে আমন লাগাইছি। আশা করচি ভালো ফলন পামু। ধানের চেহারাও বেশ ভালো হয়েছে।

সোনামুখী গ্রামের রবিউল আলম বলেন, ইছামতি নদীর কোল ঘেঁষে রোপা ধানের চাষ করেছি। এবার ধানের চেহারা বেশ ভালো দেখা যাচ্ছে। দুই বিঘা আগাম লাগানো জমির ধান কাটছি। ফলন মোটামুটি হয়েছে।

উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম জানান, এবারে কৃষকগণ লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে রোপা ধান লাগিয়েছে। আগাম লাগানো প্রায় ৫০০ হেক্টর জমির ধান এরইমধ্যে কাটা হয়েছে। নভেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত ধান কাটা চলবে। আশা করছি ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।