Nabadhara
ঢাকাসোমবার , ২৭ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীতে যুবদলের দুই গ্রুপের পৃথক ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

পটুয়াখালী প্রতিনিধি
অক্টোবর ২৭, ২০২৫ ৪:২৩ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালী প্রতিনিধি

বর্ণাঢ্য আয়োজনে পৃথকভাবে পটুয়াখালীতে দুই গ্রুপ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ আলতাফ হোসেন চৌধুরী এবং জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কু‌ট্টি গ্রুপ মঙ্গলবার পৃথক পৃথক কর্মসূচির মাধ্যমে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কু‌ট্টি বলয়ের নেতা–কর্মীরা সকাল ১০টার পর থেকেই ঝাউতলা ৪-লেন সড়কে বর্ণাঢ্য মিছিল ও শোভাযাত্রা নিয়ে জড়ো হন।এই কর্মসূচিতে ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন এবং বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ও সাবেক পৌর মেয়র মোস্তাক আহম্মেদ পিনু।
অন্যদিকে, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বাধীন গ্রুপের নেতা–কর্মীরা শহরের শেরে-বাংলা সড়কে তার বাসভবনের সামনে জড়ো হয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন।

শোভাযাত্রাটি লঞ্চঘাট এলাকায় গিয়ে শেষ হয়।
এই সমাবেশে যুবদলের সাবেক সহ-সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমির সভাপতিত্বে বক্তব্য রাখেন আলতাফ চৌধুরী গ্রুপের নেতা মাকসুদ আহম্মেদ বায়জিদ পান্না।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই পটুয়াখালী জেলা বিএনপি দুই ভাগে বিভক্ত হয়ে সব ধরনের দলীয় ও স্থানীয় কর্মসূচি পৃথকভাবে পালন করছে। তৃণমূল পর্যায় পর্যন্ত দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরাও এই দুই গ্রুপে বিভক্ত।

পৃথকভাবে কর্মসূচি পালনের বিষয়ে পটুয়াখালী সদর থানা যুবদলের সাবেক আহ্বায়ক রিমু বলেন,
“আমরা জেলা বিএনপির নেতৃত্বেই আছি। আজকের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতেও জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।”
অন্যদিকে, সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমি বলেন,
“আমরা আলতাফ হোসেন চৌধুরী গ্রুপের সবাই ঐক্যবদ্ধভাবে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ র‍্যালি ও সমাবেশ পালন করেছি। অপর গ্রুপও তাদের মতো কর্মসূচি পালন করেছে।”

পৃথকভাবে কর্মসূচি পালনের বিষয়ে জানতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।