মোছা: কাবা কাকলি, কবি নজরুল কলেজ প্রতিনিধি
আর্থিক অসচ্ছলতার কারণে স্নাতক তৃতীয় বর্ষে ভর্তি হতে না পারা তিন শিক্ষার্থীর ভর্তির দায়িত্ব নিয়েছেন কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক (সহ-দপ্তর সম্পাদক) এম জে এইচ নোমান।
জানা যায়, তারা তিনজনেই কবি নজরুল সরকারি কলেজের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এরমধ্যে দু'জন ইংরেজি বিভাগের এবং একজন ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী।
আর্থিক সহযোগিতা পাওয়া ইংরেজি বিভাগের শিক্ষার্থী সোনিয়া আক্তার (ছদ্মনাম) বলেন, আমি টিউশনি করেই নিজের এবং পরিবারের খরচ চালায়। আমি ৫টা টিউশনি করি। দুর্ভাগ্যবশত গত মাসে দুটো টিউশনি একসঙ্গে চলে যায়। এদিকে ভর্তির সময় শেষ হয়ে যাচ্ছিল, ভর্তি হবো কিভাবে তা ভেবে পাচ্ছিলাম না।
পরে এক বান্ধবীর পরামর্শে সাংবাদিক সমিতির পেইজে মেসেজ করি। সেখান থেকে ছাত্রদল নেতা নোমান ভাইয়ের মাধ্যমে আমার ভর্তি সম্পন্ন করে দেয়া হয়, আমি তাঁদের কাছে চির কৃতজ্ঞ।
আর্থিক সহযোগিতা পাওয়া আরেক শিক্ষার্থী রিফাত হাসান বলেন, কোনভাবেই ভর্তির টাকা ম্যানেজ করতে পারছিলাম না। ভেবেছিলাম হয়তো এখানেই শিক্ষা জীবনের ইতি ঘটবে। পরবর্তীতে ছাত্রদল নেতা নোমান ভাই পাশে এসে দাঁড়িয়েছেন। তার এই সহযোগিতা আমি কখনো ভুলবোনা।
আর্থিক সহযোগিতার বিষয়ে এম জে এইচ নোমান বলেন, 'সাংবাদিক সমিতির সভাপতি আতিক হাসান শুভ'র মাধ্যমে জানতে পারি দুই শিক্ষার্থী আর্থিক অসচ্ছলতার কারণে ভর্তি হতে পারছেন না। পরবর্তীতে আমি তাদের ভর্তির যাবতীয় দায়িত্ব নিয়েছি এবং ভবিষ্যতেও যদি তাদের সহযোগিতার প্রয়োজন হয় আমি তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছি। এর কিছুদিন আগে আমি আরেকজন শিক্ষার্থীর ফরম ফিলাপে আর্থিক সহযোগিতা করেছি।
ছাত্রদলের এই নেতা আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান যেই সাম্য ও মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখেন, আমরা তা বাস্তবায়নে বদ্ধপরিকর। ছাত্রদলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমি সবসময় শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা থাকবে ইনশাল্লাহ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.