তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার তালায় এক কওমিয়া মাদ্রাসার শিক্ষক এলোপাথাড়ি কুপিয়ে শিক্ষার্থীর মা ও দাদিকে গুরুতর জখম করেছে।
সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে তালা উপজেলার আড়ংপাড়া আকিজ কওমিয়া মাদ্রাসায় এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
পুলিশ জানায়, এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক মাওলানা আবু হুজায়ফাকে গ্রেফতার করা হয়েছে। তিনি ডুমুরিয়া উপজেলার সাজিয়াড়া গ্রামের শিহাবউদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আড়ংপাড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে ওবায়দুল্লাহ (৯) ঐ মাদ্রাসার প্লে শ্রেণির শিক্ষার্থী। শিশুটিকে মারধরের অভিযোগ পেয়ে তার মা লিমা খাতুন (২৮) ও দাদী মেহেরুননেছা বেগম (৬০) মাদ্রাসায় গিয়ে ঘটনাটি জানতে চান।
এ সময় শিক্ষক হুজায়ফা তাদের রুমে ডেকে নিয়ে লিমা খাতুনের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান। এতে তার বাম হাতের তিনটি আঙুল কেটে যায় এবং মাথায় কোপ লেগে গুরুতর জখম হন তিনি।
চিৎকার শুনে দাদী মেহেরুননেছা বেগম এগিয়ে গেলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ দেন শিক্ষক।
পরে এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় মা ও দাদিকে উদ্ধার করে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী মাদ্রাসা ঘেরাও করে রাখে। খবর পেয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈনউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অভিযুক্ত শিক্ষককে আটক করেন।
ওসি মঈনউদ্দিন জানান, “এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। গ্রেফতারকৃত শিক্ষককে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.