আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
আশাশুনিতে প্রকল্পের উপকারভোগীদের জীবিকা উন্নয়ন কার্যক্রম সম্প্রসারণে জেলায় কর্মরত সেবাদানকারী সংস্থাসমূহের সাথে সংযোগ স্থাপন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) বেলা ১১টায় এতিম ও প্রতিবন্ধী ছেলে-মেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
মুসলিম এইড ইউকে-বাংলাদেশ ফিল্ড অফিসের সহযোগিতায় ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়িত ইনক্লুসিভ কমিউনিটি রেজিলিয়েন্স টু ডিজাস্টার অ্যান্ড ক্লাইমেট ভালনারেবিলিটিজ (ICRDCV-II) প্রকল্পের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার মোঃ শামসুল হক মৃধা।প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ফয়সাল আহম্মেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতাপনগর ইউপি চেয়ারম্যান মোঃ আবু দাউদ ঢালী ও প্রশিক্ষণ কেন্দ্রের ম্যানেজার (উপ-পরিচালক) এস এম রফিকুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন প্রজেক্ট কো-অর্ডিনেটর (হিউম্যানিটারিয়ান) মুসলিম এইড ইউকে-বাংলাদেশ ফিল্ড অফিসের এস এম মনোয়ার হোসেন, বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের ম্যানেজার রাম প্রসাদ, ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ আব্দুস সালাম, সহকারী কৃষি কর্মকর্তা বিমান বিহারী মন্ডল ও সিনিয়র উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা পরিমল কুমার দাশ প্রমুখ।
কর্মশালায় বিভিন্ন এনজিও, সার ও বীজ ব্যবসায়ী, হ্যাচারি ও পোল্ট্রি ফার্ম মালিক, কৃষক প্রতিনিধি, শ্রম সংগঠনের প্রতিনিধি, হাট ইজারাদার ও উপকারভোগীরা অংশগ্রহণ করেন।
স্বাগত বক্তব্যে প্রকল্প ব্যবস্থাপক জানান, “উপকারভোগীরা বর্তমানে সবজি, মাছ, গলদা, বাগদা, মুরগি, ডিম ও ছাগল উৎপাদনে সম্পৃক্ত হলেও উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছেন না। তাই বাজার সংযোগ ও সহায়তা বাড়াতে এ কর্মশালার আয়োজন।”
আলোচনায় বিভিন্ন সংস্থা ও বিভাগ উৎপাদন, বিপণন, প্রশিক্ষণ, ভ্যাকসিনেশন, ইনকিউবেটর সহায়তা ও কৃষি ঋণসহ নানা সহায়তা প্রদানের অঙ্গীকার করে।
প্রধান অতিথি ফয়সাল আহম্মেদ বলেন,“এ ধরনের সমন্বিত উদ্যোগ মাঠপর্যায়ের কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপজেলা প্রশাসন সবসময় পাশে থাকবে।”
উপস্থিত সবাই আশা প্রকাশ করেন যে, এ ধরনের সংযোগ স্থাপনমূলক কর্মশালা ভবিষ্যতে দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি হ্রাস করে কৃষি ও গ্রামীণ জীবিকা আরও শক্তিশালী ও টেকসই করবে।

