ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে। এ উপলক্ষে ফরিদপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের উদ্যোগে সোমবার বিকেলে মহানগর যুবদল ও জেলা যুবদলের উদ্যোগে এক বর্ণঢ্যা শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের আলিপুর গোরস্থানের নওয়াব আলী টাওয়ারের সামনে গিয়ে শেষ হয়। সেখানে মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি এম এম ইউসুফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি মোঃ রাজিব হোসেন।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় এসময় মহানগর যুবদলের সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ, সহ সভাপতি কে এম জাফর, সাংগঠনিক সম্পাদক শহীদুর রহমান শহীদ, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শামীম তালুকদার , মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক বি এম নাহিদুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, ফরিদপুরে জাতীয়তাবাদী যুবদল, মহানগর যুবদল তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। আর তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিক কে বিজয় অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোন অবস্থাতেই ঐক্য নষ্ট হতে দেয়া যাবে না। এ দল শহীদ জিয়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে প্রস্তুত।
বক্তারা আরো বলেন, দল যাকে মনোনয়ন দেবে তার জন্য কাজ করতে হবে। আর তাই সকল ভেদাভেদ ভুলে সবাইকে ধানের শীষের বিজয়ের জন্য মাঠে নামতে হবে। আগামী সংসদ নির্বাচনে ফরিদপুর থেকে দল যাকেই মনোনয়ন দেখনা কেন তাকে বিজয়ী করতে হবে। এ লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয় সমাবেশ থেকে।
বক্তারা বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আমরা গত ১৭ বছর লড়াই সংগ্রাম করেছি। ষড়যন্ত্রকারীরা এখনো বিদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা দেশের বিরুদ্ধে যেন কোন ষড়যন্ত্র করতে না পারে সে লক্ষ্যে সবাইকে সচেতন থাকতে হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.