নাহিদুজ্জামান শয়ন,খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি
রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ২৭ অক্টোবর (সোমবার) বিকেলে কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে বিএনপির এক বিশাল জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ও কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদি আহমেদ রুমি। তবে ব্যস্ততার কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ওসমানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তৈয়ব আলী সরকার, এবং সঞ্চালনায় ছিলেন সাবেক ছাত্র নেতা রোকনুজ্জামান রোকন। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন খোকসা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রিপন হোসেন।
বিকেল তিনটা থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। শুরুতে কুষ্টিয়ার স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করে দর্শকদের মাতিয়ে তোলেন। পরে শুরু হয় রাজনৈতিক সমাবেশ, যেখানে একে একে বিএনপির বিভিন্ন স্তরের নেতারা বক্তব্য রাখেন।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান পৃষ্ঠপোষক মোঃ রিপন হোসেন। এ সময় তার সঙ্গে মঞ্চে আসেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক নিরব হোসেন, খলনায়ক শিবা শানু, এবং সংগীতশিল্পী তোশিবা।
নিরব হোসেন জানান, এটি তার দ্বিতীয়বার খোকসা আগমন, এবং তিনি এখানকার মানুষের উষ্ণ ভালোবাসায় মুগ্ধ। শিবা শানু স্থানীয় জনতার উদ্দেশে বলেন, “ধানের শীষের পক্ষে সবাই ঐক্যবদ্ধ থাকুন।”
শেষপর্যায়ে শিল্পী তোশিবা গানে গানে দর্শকদের মাতিয়ে তোলেন। রাত ৯টার দিকে তার পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। সমাপনী বক্তব্যে রিপন হোসেন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।

