Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৮ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কেক কেটে ও বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে বাবুগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
অক্টোবর ২৮, ২০২৫ ৬:২০ অপরাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

কেক কাটা ও বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে উপজেলা অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ. এম. তসলিম উদ্দিন।

মঞ্চ উপজেলা যুবদলের আহ্বায়ক রকিবুল হাসান খান রাকিব এর সভাপতিত্বে ও  এবায়দুল হক এর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন জেলা দক্ষিণ যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান এবং বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু, সাংগঠনিক সম্পাদক, বরিশাল জেলা যুবদল (দক্ষিণ)।

সভায় বক্তারা বলেন, যুব সমাজই জাতির ভবিষ্যৎ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে যুবদলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রাফিল, যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান ইরান, ভিপি জুয়েল, আসলাম হোসেন খোকন, হানিফ তালুকদার লিটন, মাহমুদুল হাসান লিমন, রাজিব হোসেন খান, মাহমুদুল হাসান রোমান, আমিনুল ইসলাম উজ্জ্বল, মাইনুদ্দিন মুন্সি, রিয়াজ শরীফ, রফিকুল ইসলাম তোতা, রিয়াজ মাহমুদ, মাহফুজসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য জিয়া শিকদার, দেহেরগতি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হাসান মাহমুদ বরকত বিশ্বাস ও সদস্য সচিব জাকির হোসেন, কেদারপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কামরুল ইসলাম ও সদস্য সচিব মো. কাউসার হোসেন, রহমতপুর ইউনিয়নের আহ্বায়ক রুবেল হোসেন ও সদস্য সচিব ওবায়দুল করিম মোকলেছ, চাঁদপাশা ইউনিয়নের আহ্বায়ক সাহাজুল ইসলাম ও সদস্য সচিব মাসুদ রাঢ়ী, মাধবপাশা ইউনিয়নের আহ্বায়ক আতিকুর রহমান সবুজ ও সদস্য সচিব রুবেল হোসেন প্রমুখ।

দিনব্যাপী আয়োজিত এ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, র‌্যালি ও আলোচনা সভায় জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত শতাধিক নেতাকর্মী অংশ নেন। বক্তারা দলকে আরও ঐক্যবদ্ধ, শক্তিশালী ও সংগঠিত করতে সকল নেতাকর্মীকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।