আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনিতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) ফয়সল আহমদ। সভায় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল অদুদ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স. ম. হেদায়েতুল ইসলাম, সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, উপজেলা জামায়াতে ইসলামী আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর নূরুল আফসার মোর্তাজা, প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, কাদাকাটি ইউপি প্রশাসক ও সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাচ্চু, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, প্রভাষক জাকির হোসেন ভুট্ট, শিক্ষক আনিছুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য দপ্তরের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধ, জবেদ হত্যা মামলার আসামি গ্রেফতার, ব্রীজের উপর অবৈধ দোকান স্থাপন রোধ, বৈধ অস্ত্রধারীদের অস্ত্র ব্যবস্থাপনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সভায় গুরুত্ব সহকারে আলোচিত হয়।
সভায় আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন, জনপ্রতিনিধি ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

