আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনিতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও সবজি বীজ বিতরণ করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে বসতবাড়িতে ও মাঠ পর্যায়ে শীতকালীন সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ প্রণোদনা প্রদান করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) ও সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খামারবাড়ি সাতক্ষীরার অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) কৃষিবিদ কৃষ্ণা রানী মণ্ডল।
অনুষ্ঠানের প্রথম পর্বে ২৫০ জন কৃষকের মধ্যে বেগুন, পালং শাক, লাল শাক, মটরশুটি, লাউ, মুলা ও বাটিশাকের বীজ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমা এবং বিমান বিহারী মণ্ডল।
কর্মসূচির দ্বিতীয় পর্বে আরও ৪৪০ জন কৃষকের মধ্যে লাউ, বেগুন, মিষ্টি কুমড়া, শসার বীজসহ ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিতরণের কথা জানানো হয়।
উপজেলা প্রশাসন ও কৃষি অফিস সূত্রে জানা গেছে, এই উদ্যোগের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের শীতকালীন সবজি চাষে উৎসাহিত করা এবং স্থানীয় পর্যায়ে সবজি উৎপাদন বৃদ্ধি করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.