Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৮ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ঝিনাইদহ প্রতিনিধি
অক্টোবর ২৮, ২০২৫ ৬:২৬ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি

সারা দেশে খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বাতিলের সংবাদে ঝিনাইদহে প্রতিবাদ সভা, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন খুচরা সার বিক্রেতারা। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কেএসবিএবি)-এর ব্যানারে শহরের একটি মিলনায়তনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সায়েদুল ইসলাম বাদশা। এসময় বক্তব্য রাখেন জাকির হোসেন, রওশন জামান, নাজমুল হাসান, জাহাঙ্গীর আলম, বাবুল আক্তার, এরশাদ আলীসহ অন্যরা।

 

বক্তারা বলেন, “সরকার যদি খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স স্থগিত করে, তাহলে দেশের প্রায় ৪৪ হাজার বিক্রেতা বেকার হয়ে পড়বে, তাদের পরিবার অনাহারে থাকবে।” তারা আরও বলেন, “আমরা তিন দশকেরও বেশি সময় ধরে কৃষকের দোরগোড়ায় সার পৌঁছে দিয়ে সেবা দিয়ে আসছি। অনেক সময় ব্যাংক ঋণ নিয়ে কৃষকের কাছে বাকিতে সার বিক্রি করি, যাতে কৃষি উৎপাদন ব্যাহত না হয়।”

 

বক্তারা অভিযোগ করেন, সার সিন্ডিকেটের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় খুচরা বিক্রেতারা বরাবরই অবহেলিত ও বৈষম্যের শিকার। তারা বলেন, “আমরা সরকারি কোষাগারে ত্রিশ হাজার টাকা জমা দিয়ে কৃষি মন্ত্রণালয় থেকে বৈধ লাইসেন্স গ্রহণ করে ব্যবসা পরিচালনা করছি। অথচ এখন আমাদের ব্যবসা বন্ধের উদ্যোগ নেওয়া হচ্ছে।”

 

প্রতিবাদ সভা শেষে বিক্রেতারা শহরের পায়রা চত্বরে এক ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে বিক্ষোভ মিছিল করে তারা উপজেলা কৃষি কর্মকর্তা, জেলা কৃষি বিভাগের উপপরিচালক ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।