আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
“জনগণের নিরাপত্তায় আমরা আছি” — এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গা থানা পুলিশের উদ্যোগে দিনব্যাপী সতর্ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) সকাল থেকে দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় এ মহড়া পরিচালনা করা হয়।
আলফাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) লিয়াকত হোসেন এর নেতৃত্বে ২০ থেকে ২৫ জন পুলিশ সদস্য এই মহড়ায় অংশগ্রহণ করেন। তারা আলফাডাঙ্গা বাজার, গুরুত্বপূর্ণ মোড়, জনবহুল স্থান এবং বিভিন্ন গ্রামীণ এলাকায় টহল দেন।
মহড়ার সময় পুলিশ সদস্যরা জনগণকে সচেতন থাকার আহ্বান জানান এবং এলাকার আইনশৃঙ্খলা বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন।
এসআই লিয়াকত হোসেন বলেন, “আলফাডাঙ্গা থানা পুলিশ ২৪ ঘণ্টা জনগণের জানমাল রক্ষায় বদ্ধপরিকর। আমাদের এই মহড়ার মূল উদ্দেশ্য হলো যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ করা এবং জনগণের মাঝে নিরাপত্তার অনুভূতি জোরদার করা। আইনশৃঙ্খলা রক্ষায় আমরা সর্বদা প্রস্তুত।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.