কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় কুলিয়ারচর বাজারস্থ বিএনপি কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক আজাহার উদ্দিন লিটন সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি জননেতা মো. শরীফুল আলম। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট মশিউর রহমান, কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত, সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শাহ আলম ও পৌর যুবদলের আহ্বায়ক মাসুদ রানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম আলী ও পৌর যুবদলের সদস্য সচিব মুখলেছুর রহমান মঞ্জু।
আলোচনা সভায় বক্তারা বলেন, যুবদল প্রতিষ্ঠার মূল লক্ষ্য হলো গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং জাতীয় নেতৃত্বকে শক্তিশালী করা। বর্তমান সময়ে যুবদলই বিএনপির আন্দোলন ও গণঅধিকার পুনঃপ্রতিষ্ঠার অগ্রণী শক্তি।
প্রধান অতিথি মো. শরীফুল আলম বলেন, “যুবদল হচ্ছে জাতীয়তাবাদী আন্দোলনের প্রাণশক্তি। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও আগামী দিনের আন্দোলনে যুবদলকে সামনের কাতারে থাকতে হবে। আগামী জাতীয় নির্বাচনে যুবদলের নেতাকর্মীরাই মাঠে থেকে জনগণের ভোটাধিকার রক্ষায় নেতৃত্ব দেবে। আমি ৩৩ পেয়ে পাশ করতে চাই না, আমি ৮০ পেয়ে উত্তীর্ণ হতে চাই।” তিনি আরও বলেন, এই নির্বাচন হবে তরুণদের অংশগ্রহণমূলক। এজন্য যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলকে নির্বাচনের আগে ব্যাপক গণসংযোগ চালাতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ মিয়া ও হায়দার এ আলম, উপজেলা, পৌর ও ইউনিয়ন যুবদলসহ স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

